প্রতিপক্ষকে যত হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ
আগের দিন রাওয়ালপিন্ডির আকাশ যখন মেঘে ঢেকে গেল, বৃষ্টি নামল—পাকিস্তানিরা একটু হলেও স্বস্তিতে মাঠ ছেড়েছিলেন। হার যখন চোখের সামনে, তার মধ্যে বৃষ্টি তো আশীর্বাদই! তবে আজ রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে মুখে থেকে একেবারেই হাসি উবে গেল বাবর আজম-শান মাসুদদের। সিরিজের দ্বিতীয় ও টেস্টে যে অসহায় আত্মসমর