কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।
চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।
কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল।
আরও পড়ুন:
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।
চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।
কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল।
আরও পড়ুন:
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে