কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।
চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।
কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল।
আরও পড়ুন:
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।
চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।
কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল।
আরও পড়ুন:
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে