পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে। আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলে ভারতের বাগড়া দেওয়া আর নতুন কী! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জল ঘোলা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের দাবি, চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরছে না।
সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে বুধবার দুবাইতে যখন আইসিসি ব্রিফিং করেছে, তখনই প্রশ্ন উঠেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে অ্যালার্ডিস জানিয়েছেন, পাকিস্তানেই হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অ্যালার্ডিস। এখানেই চলে আসে বিসিসিআইয়ের প্রসঙ্গ। কারণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত প্রতিবেশী দেশে সফর করতে চাইছে না। যদিও কদিন আগে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রচারিত সংবাদে জানা গেছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত আগ্রহী। এ ক্ষেত্রে বিসিসিআইকে অপেক্ষা করতে হচ্ছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
বিসিসিআই এখনো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যাওয়ার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়া বা টুর্নামেন্ট প্রত্যাখ্যান করা—আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বিসিসিআই। এখানে জলজ্যান্ত উদাহরণ হিসেবে চলে আসে ২০২৩ এশিয়া কাপের কথা। পাকিস্তানে এককভাবে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দেশ মিলে হয়েছিল। এবার হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফিও সরে যাবে। আইসিসির ইভেন্টটি পাকিস্তানে আয়োজনের ব্যাপারে অ্যালার্ডিস যতই আশ্বাস দিন, ক্রিকেটের অভিভাবক সংস্থায় তো ভারতের দাপট বেড়েছে। কদিন আগেই যে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। একই সঙ্গে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারিও।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপিং ও খসড়া সূচি আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিদেশি গণমাধ্যমে সূচি ফাঁস হয়ে গেছে কয়েক মাস আগে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৭ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৯ ঘণ্টা আগে