বঙ্গোপসাগরে ঝড়ে লবণবাহী নৌকাডুবি, উদ্ধার ৩৪
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে লবণবাহী বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক মাঝি নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে লবণবোঝাই ১৫-২০টি নৌকা আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়লে তাঁরা নিখোঁজ হন।