Ajker Patrika

কঙ্গোয় নৌকাডুবে ২১ শিশুসহ ৮৬ জন নিহত

আপডেট : ১২ জুন ২০২৪, ২২: ২৮
কঙ্গোয় নৌকাডুবে ২১ শিশুসহ ৮৬ জন নিহত

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডি আর কঙ্গো) রাজধানী কিনশাসার মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবিতে ২১ শিশুসহ ৮৬ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। গত সোমবার প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জানিয়েছেন।

স্থানীয় সূত্রের বারত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া বলছে, কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌ দুর্ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সব সময়ই ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়। সর্বশেষ দুর্ঘটনাকবলিত ওই নৌকা থেকে ১৮৫ জন যাত্রীকে উদ্ধার করা হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত