Ajker Patrika

আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০ 

আপডেট : ০২ জুন ২০২৪, ১৪: ০২
আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ নিহত ২০ 

আফগানিস্তানে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
নাঙ্গারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছেন, শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদীতে নৌকাটি উল্টে যায়। তিনি বলেন, স্থানীয়দের তথ্যমতে নৌকাটিতে শিশুসহ মোট ২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাঁচজন বেঁচে ফিরলেও মারা গেছে ২০ জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নাঙ্গারহারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকাটিতে উদ্ধারকারী দলের পাশাপাশি রয়েছে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।

নৌকাডুবির কারণ হিসেবে আফগান গণমাধ্যম বলছে, সেতু না থাকায় এলাকাটির বাসিন্দারা প্রায়ই স্থানীয় নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারে যাতায়াত করেন। ফলে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত