Ajker Patrika

মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মারা গেছে। দেশটির উপকূলীয় অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনা ডুবে যাওয়া ফেরটিতে ১৩০ জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে মাত্র ৫ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকের নামপুলা অঞ্চলের বাসিন্দাদের একটি দল কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে ফেরিটিতে করে পালিয়ে যাচ্ছিলেন। মূলত যাত্রীর সংখ্যা পরিমাণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। 

নামপুলার স্বরাষ্ট্রসচিব জাইমো নেটো জানান, ফেরিটিতে করে লোকজন কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘নৌযানটিতে মাত্রাতিরিক্ত যাত্রী ও সেটি যাত্রী পরিবহনে উপযোগী না হওয়ার কারণে সেটি ডুবে গিয়েছে।’ মারা যাওয়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যাত্রীবাহী ফেরিটি মোজাম্বিকের লুঙ্গা প্রদেশ থেকে ভারত মহাসাগরে অবস্থিত মোজাম্বিক দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রী বেশি হয়ে যাওয়া ও ফেরিটি অনুপযোগী হওয়ার কারণে সেটি নামপুলা উপকূলে গিয়ে ডুবে যায়। 

জাইমো নেটো আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৩ জন সুস্থ আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত