থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে শঙ্খ নদের রেমাক্রী ইউনিয়নের হানারাং ত্রিপুরাপাড়া এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমার বরাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অংলে খুমীপাড়া এলাকার লংবে খুমী (৪৫) এবং একই ইউনিয়নের চয়অং খুমীপাড়ার ছাই খুমী (৩০)।
গত বৃহস্পতিবার থানচি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লং রে খুমী (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। এ নিয়ে নৌকাডুবির তৃতীয় দিনে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।
স্থানীয়রা বলছে, গত বুধবার সকালে থানচি এলাকার ছোট মদকের অংলে খুমীপাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রীর আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়।
থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, নৌকাডুবিতে নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।
বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে শঙ্খ নদের রেমাক্রী ইউনিয়নের হানারাং ত্রিপুরাপাড়া এলাকা থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমার বরাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অংলে খুমীপাড়া এলাকার লংবে খুমী (৪৫) এবং একই ইউনিয়নের চয়অং খুমীপাড়ার ছাই খুমী (৩০)।
গত বৃহস্পতিবার থানচি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লং রে খুমী (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। এ নিয়ে নৌকাডুবির তৃতীয় দিনে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।
স্থানীয়রা বলছে, গত বুধবার সকালে থানচি এলাকার ছোট মদকের অংলে খুমীপাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রীর আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়।
থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, নৌকাডুবিতে নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।
নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন-সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
৫ মিনিট আগেযশোরের ঝিকরগাছায় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশাদুল হক আশা (৪০) নামের একজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৩ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
৩৬ মিনিট আগে