জিবুতি উপকূলে নৌকাডুবিতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩৩ জন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে লোহিতসাগর পাড়ি দিয়ে ইথিওপিয়াগামী ওই নৌকায় ৭৭ জন আরোহী ছিল বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
গতকাল মঙ্গলবার কিছু অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যেতে দেখে কোস্টগার্ডদের খবর দেয় জেলেরা। উদ্ধারকারীরা অন্তত ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের জিবুতি থেকে গডোরিয়া শহরে নিয়ে আসার পরও তাদের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সেখানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় ফেরত পাঠায়।
জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়াহ বলেন, নিজ দেশের চেয়ে ইয়েমেনের জীবন বড় সংগ্রামের। তাই ডুবে যাওয়া নৌকায় থাকা মানুষ ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছে।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বেরহানু সেগেই টুইটারে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ যাত্রা অত্যন্ত বিপজ্জনক এবং আমরা ক্রমাগত আমাদের নাগরিকদের জীবন হারাচ্ছি।’
স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকজন প্রায়ই উন্নত জীবনের সন্ধানে জিবুতি ও ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং এরও বাইরে পাড়ি জমায়। কেউ কেউ যুদ্ধের কবলে থাকা ইয়েমেনেই আটকা পড়ে।
একই জলসীমায় আরেকটি নৌকাডুবিতে অন্তত ৩৮ জন ইথিওপীয় নিহত হওয়ার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে একই এলাকায় প্রায় এক হাজার মানুষ নিহত বা নিখোঁজের রেকর্ড করা হয়েছে।
জিবুতি উপকূলে নৌকাডুবিতে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩৩ জন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইয়েমেন থেকে লোহিতসাগর পাড়ি দিয়ে ইথিওপিয়াগামী ওই নৌকায় ৭৭ জন আরোহী ছিল বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
গতকাল মঙ্গলবার কিছু অভিবাসনপ্রত্যাশীকে ডুবে যেতে দেখে কোস্টগার্ডদের খবর দেয় জেলেরা। উদ্ধারকারীরা অন্তত ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ রয়েছ বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের জিবুতি থেকে গডোরিয়া শহরে নিয়ে আসার পরও তাদের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সেখানে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় ফেরত পাঠায়।
জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়াহ বলেন, নিজ দেশের চেয়ে ইয়েমেনের জীবন বড় সংগ্রামের। তাই ডুবে যাওয়া নৌকায় থাকা মানুষ ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছে।
জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বেরহানু সেগেই টুইটারে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধ যাত্রা অত্যন্ত বিপজ্জনক এবং আমরা ক্রমাগত আমাদের নাগরিকদের জীবন হারাচ্ছি।’
স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকজন প্রায়ই উন্নত জীবনের সন্ধানে জিবুতি ও ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং এরও বাইরে পাড়ি জমায়। কেউ কেউ যুদ্ধের কবলে থাকা ইয়েমেনেই আটকা পড়ে।
একই জলসীমায় আরেকটি নৌকাডুবিতে অন্তত ৩৮ জন ইথিওপীয় নিহত হওয়ার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে একই এলাকায় প্রায় এক হাজার মানুষ নিহত বা নিখোঁজের রেকর্ড করা হয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে