হাতিয়ায় ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, ২ জেলের লাশ উদ্ধার
নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা, নিখোঁজ রয়েছেন আরও দুজন এদিকে দুর্ঘটনার পর ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে পারেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবি হয়।