জ্বলে উঠল অকল্যান্ডের আকাশ, সবার আগে ২০২৪-এ নিউজিল্যান্ড
নতুন বছরকে স্বাগত জানাতে রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ারকে ঘিরে জড়ো হয়েছে কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছাতেই স্কাই টাওয়ার থেকে আতশবাজির ছটায় উজ্জ্বল আলোয় ভরে উঠল অকল্যান্ডের আকাশ। সমস্বরে চিৎকার করে উঠল উপস্থিত মানুষেরাও।