Ajker Patrika

আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাচিন রবীন্দ্র

আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রাচিন রবীন্দ্র

আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।

২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।

এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’ 

গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট। 

গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।

গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত