আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে