পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের যে দলটি, তাতে তাঁদের তারকা ক্রিকেটারদের অনেকেই নেই। চলতি আইপিএলে দল পেয়েছেন ৯ নিউজিল্যান্ডার—কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। তাঁদের ছাড়াই তাই ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া ম্যাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
জাতীয় দলের চেয়ে আইপিএলকে ক্রিকেটারদের প্রাধান্য দেওয়াটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটারদের আইপিএল খেলার যৌক্তিকতা তুলে ধরে যা বলছেন টিম সাউদি, ক্রিকেটপ্রেমীদের কাছে সেটা নতুনই মনে হবে। নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক বললেন, আইপিএল খেলেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতি নিচ্ছেন কিউই ক্রিকেটাররা! অক্টোবর-নভেম্বরে ভারত সফরে তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
ভারতের টেলিগ্রাফ অনলাইনকে সাউদি বললেন, ‘সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলেই উপমহাদেশ বিশেষ করে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের জন্যই আইপিএল খুব বড় একটা ব্যাপার বলেই মনে করি আমি।’ এরপরই আইপিএলে খেলে টেস্টের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা বললেন এভাবে, ‘দেশে পেস ও বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত আমরা। আর ভারতে গেলে তো প্রথম দিন থেকেই স্পিনের চ্যালেঞ্জ। প্রথাগত সুইংয়ের চেয়ে যেখানে রিভার্স সুইং সামলাতে হয় বেশি। গরম তো আছেই।’
এপ্রিল-মের প্রচণ্ড গরমে ভারতের বিভিন্ন ভেন্যুতে আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা গত ওয়ানডে বিশ্বকাপে বিদেশি ক্রিকেটারদের কাজে দিয়েছে বলেও মনে করেন সাউদি, ‘গত ওয়ানডে বিশ্বকাপেই আমরা এর (আইপিএল খেলার) উপযোগিতা দেখেছি। যেসব দলের একাধিক খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতা ছিল, তারা ভালো করেছে।’
অক্টোবর-নভেম্বরে ভারত সফরে এবার নিউজিল্যান্ড ভালো করলেই হয় এবার! ভারতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ১৯৮৮ সালের পর জেতেনি কোনো টেস্টও।
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের যে দলটি, তাতে তাঁদের তারকা ক্রিকেটারদের অনেকেই নেই। চলতি আইপিএলে দল পেয়েছেন ৯ নিউজিল্যান্ডার—কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। তাঁদের ছাড়াই তাই ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া ম্যাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
জাতীয় দলের চেয়ে আইপিএলকে ক্রিকেটারদের প্রাধান্য দেওয়াটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটারদের আইপিএল খেলার যৌক্তিকতা তুলে ধরে যা বলছেন টিম সাউদি, ক্রিকেটপ্রেমীদের কাছে সেটা নতুনই মনে হবে। নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক বললেন, আইপিএল খেলেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে প্রস্তুতি নিচ্ছেন কিউই ক্রিকেটাররা! অক্টোবর-নভেম্বরে ভারত সফরে তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
ভারতের টেলিগ্রাফ অনলাইনকে সাউদি বললেন, ‘সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলেই উপমহাদেশ বিশেষ করে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে। সব মিলিয়ে ক্রিকেটের জন্যই আইপিএল খুব বড় একটা ব্যাপার বলেই মনে করি আমি।’ এরপরই আইপিএলে খেলে টেস্টের প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা বললেন এভাবে, ‘দেশে পেস ও বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত আমরা। আর ভারতে গেলে তো প্রথম দিন থেকেই স্পিনের চ্যালেঞ্জ। প্রথাগত সুইংয়ের চেয়ে যেখানে রিভার্স সুইং সামলাতে হয় বেশি। গরম তো আছেই।’
এপ্রিল-মের প্রচণ্ড গরমে ভারতের বিভিন্ন ভেন্যুতে আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা গত ওয়ানডে বিশ্বকাপে বিদেশি ক্রিকেটারদের কাজে দিয়েছে বলেও মনে করেন সাউদি, ‘গত ওয়ানডে বিশ্বকাপেই আমরা এর (আইপিএল খেলার) উপযোগিতা দেখেছি। যেসব দলের একাধিক খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতা ছিল, তারা ভালো করেছে।’
অক্টোবর-নভেম্বরে ভারত সফরে এবার নিউজিল্যান্ড ভালো করলেই হয় এবার! ভারতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। ১৯৮৮ সালের পর জেতেনি কোনো টেস্টও।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৭ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৯ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১৪ ঘণ্টা আগে