টেস্ট ক্যারিয়ারে তিন অঙ্ক ছোঁয়ার পর কেইন উইলিয়ামসন উদ্যাপন করেছেন অনেক বার। উইলিয়ামসনকে এবার হাতছানি দিয়ে ডাকছে অন্যরকম এক সেঞ্চুরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটাই উইলিয়ামসনের শততম টেস্ট হতে যাচ্ছে।
উইলিয়ামসনের মতো শততম টেস্টের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি। তবে মাঠের বাইরের ঘটনায় যে অস্বস্তি বিরাজ করছে নিউজিল্যান্ড দলে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটের জলে টেস্টকে নিল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই ইস্যুতেই গতকাল বোমা ফাটান রস টেলর। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইক পডকাস্ট অনুষ্ঠানে ওয়াগনারের অবসর প্রসঙ্গে টেলর বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এটা বাধ্যতামূলক অবসর। ওয়াগনারের অবসরের সংবাদ সম্মেলন শুনলে বুঝতে পারবেন।’
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে আজ নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ওয়াগনারকে নিয়ে টেলরের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয় উইলিয়ামসনকে। উইলিয়ামসন তখন বলেন, ‘আমি মনে করি না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি, গত সপ্তাহে তার জন্য দারুণ এক সপ্তাহ ছিল। তার যে দুর্দান্ত ক্যারিয়ার, সেটার ওপরই প্রতিফলন করা হয়েছিল। সে দলের জন্য এমন অসাধারণ কিছু করেছে। তার দক্ষতা ও সংখ্যা আমরা সবাই দেখেছি। সে আপ্রাণ চেষ্টা করে যা করেছে, সেটা অবিশ্বাস্য।’
টেলর-উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেধেছেন অনেক ম্যাচেই। তবে টেলর আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন ২০০৬ সালে। ২০১০ সালে উইলিয়ামসনের শুরু আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। চার বছর আগে অভিষেক হওয়ায় টেলর অনেক কিছু জেনে থাকতে পারেন বলে ধারণা উইলিয়ামসনের। উইলিয়ামসন বলেন, ‘টেলর আমার থেকে বেশি জানতে পারেন। আমি নিশ্চিত না। তবে আমি দেখছি যে সতীর্থরা দলের ভালোর জন্য সবটুকু উজাড় করে দিচ্ছে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ওয়াগনার। ১২ বছরের ক্যারিয়ারে ৬৪ টেস্ট খেলে নেন ২৬০ উইকেট। সর্বশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু টেস্টই খেলেন ওয়াগনার।
টেস্ট ক্যারিয়ারে তিন অঙ্ক ছোঁয়ার পর কেইন উইলিয়ামসন উদ্যাপন করেছেন অনেক বার। উইলিয়ামসনকে এবার হাতছানি দিয়ে ডাকছে অন্যরকম এক সেঞ্চুরি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টটাই উইলিয়ামসনের শততম টেস্ট হতে যাচ্ছে।
উইলিয়ামসনের মতো শততম টেস্টের মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি। তবে মাঠের বাইরের ঘটনায় যে অস্বস্তি বিরাজ করছে নিউজিল্যান্ড দলে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চোটের জলে টেস্টকে নিল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই ইস্যুতেই গতকাল বোমা ফাটান রস টেলর। ক্রিকইনফোর অ্যারাউন্ড দ্য উইক পডকাস্ট অনুষ্ঠানে ওয়াগনারের অবসর প্রসঙ্গে টেলর বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এটা বাধ্যতামূলক অবসর। ওয়াগনারের অবসরের সংবাদ সম্মেলন শুনলে বুঝতে পারবেন।’
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে আজ নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ওয়াগনারকে নিয়ে টেলরের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয় উইলিয়ামসনকে। উইলিয়ামসন তখন বলেন, ‘আমি মনে করি না কাউকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। আমি মনে করি, গত সপ্তাহে তার জন্য দারুণ এক সপ্তাহ ছিল। তার যে দুর্দান্ত ক্যারিয়ার, সেটার ওপরই প্রতিফলন করা হয়েছিল। সে দলের জন্য এমন অসাধারণ কিছু করেছে। তার দক্ষতা ও সংখ্যা আমরা সবাই দেখেছি। সে আপ্রাণ চেষ্টা করে যা করেছে, সেটা অবিশ্বাস্য।’
টেলর-উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেধেছেন অনেক ম্যাচেই। তবে টেলর আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন ২০০৬ সালে। ২০১০ সালে উইলিয়ামসনের শুরু আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। চার বছর আগে অভিষেক হওয়ায় টেলর অনেক কিছু জেনে থাকতে পারেন বলে ধারণা উইলিয়ামসনের। উইলিয়ামসন বলেন, ‘টেলর আমার থেকে বেশি জানতে পারেন। আমি নিশ্চিত না। তবে আমি দেখছি যে সতীর্থরা দলের ভালোর জন্য সবটুকু উজাড় করে দিচ্ছে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ওয়াগনার। ১২ বছরের ক্যারিয়ারে ৬৪ টেস্ট খেলে নেন ২৬০ উইকেট। সর্বশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু টেস্টই খেলেন ওয়াগনার।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৯ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৪ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে