গৃহিণী থেকে দাবার রাণী
কিছু মানুষের নাম শুনলেই মনের কোণে ভেসে ওঠে নানান গল্প। কারণ, সেই সব মানুষের গল্প এতবার এতভাবে পড়া হয়েছে যে সেগুলো এখন জীবন্ত হয়ে গেছে। কিন্তু বহুশ্রুত সেই সব গল্পও যদি চরিত্রটির মুখ থেকে শোনার সুযোগ আসে, নিজেকে ধন্য মনে হয়। এবার তেমনই একটি সুযোগ এলে হৃৎকম্প বেড়ে গেল। ধমনির রক্তস্রোতের শব্দ শুনতে শুন