Ajker Patrika

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানি দাবাড়ু এখন স্পেনের নাগরিক 

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানি দাবাড়ু এখন স্পেনের নাগরিক 

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানি দাবাড়ু সারাসাদেত খাদেমালশারিহ (২৬) এখন স্পেনের নাগরিক। গতকাল বুধবার স্পেন সরকার তাকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

হিজাব ছাড়া দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় গত জানুয়ারিতে ইরানে সারার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তখন তিনি স্পেনে আশ্রয় নেন।

সারা খাদেম নামে পরিচিত সারাসাদেত খাদেমালশারিহ গত ডিসেম্বরে কাজাখস্তানে আয়োজিত দাবা চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়া অংশ নেন। ইরানের ধর্মীয় আইনে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক।

হিজাব খুলে তোপের মুখে পড়া ইরানের দাবাড়ু সারাসাদেত খাদেমালশারিহ। ছবি: ইন্সটাগ্রামগত বছর সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী ইরানী–কুর্দি নারী মাহ্সা আমিনির মৃত্যুর পর আইনটি ব্যাপক বিতর্কের মুখে পড়ে। ওই সময়ে আইনটির বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন করেন তিনি। 

রয়টার্সকে সারা বলেন, ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন দেওয়ায় তার কোনো অনুশোচনা নেই।

স্পেনের সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সারা খাদেমের ‘বিশেষ পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ তার নাগরিকত্ব অনুমোদন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত