Ajker Patrika

দাবা ম্যারাথনের বিশ্ব রেকর্ড গড়লেন নাইজেরিয়ার টুন্ডে ওনাকোয়া

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২: ৪১
দাবা ম্যারাথনের বিশ্ব রেকর্ড গড়লেন নাইজেরিয়ার টুন্ডে ওনাকোয়া

নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের ঝলমলে আলোর নিচে দীর্ঘতম দাবা ম্যারাথনের রেকর্ড ভেঙেছেন নাইজেরিয়ার দাবা মাস্টার টুন্ডে ওনাকোয়া। টানা ৫৮ ঘণ্টা খেলার পরও তিনি দাবা বোর্ডেই বসে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ওনাকোয়া লাখ লাখ শিশুর দাবা শিক্ষাকে সহায়তা করার লক্ষ্যে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন।

নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা ডেভিডোসহ নিউইয়র্ক শহরে বসবাসকারী নাইজেরীয় সম্প্রদায়ের শত শত সমর্থক দাবা মাস্টার ওনাকোয়ার কাছে এসে উল্লাস করেছেন। তারা গান বাজিয়ে, নেচে এবং নাইজেরিয়ার জনপ্রিয় ও প্রধান খাবার জোলোফ রাইসসহ দেশটির ঐতিহ্যবাহী সব খাবার সরবরাহ করে ওনাকোয়াকে উৎসাহ দিয়ে গেছেন।

অন্যদিকে, ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচ নাইজেরিয়ায় সরাসরি সম্প্রচার করেছে ওনাকোয়ার রেকর্ড জয়। সেখানেই ওনাকোয়াকে সমর্থন করে গেছেন নাইজেরিয়ার মানুষ। লাইভ ভিডিওতে সমর্থকদের বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, ওনাকোয়াকে অনুপ্রেরণা হিসেবে দেখেন তাঁরা।

একজন মন্তব্যকারী লিখেছেন, ‘স্বপ্ন দেখার সাহস জোগানো এবং আমরা আমাদের মস্তিষ্কের শক্তিকে কোন স্তরে নিয়ে যেতে পারি, তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভকামনা টুন্ডে! আমি আবারও আমার দাবা বোর্ড নিয়ে বসব।’

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘জনাব ওনাকোয়া হলেন শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার প্রতীক—যা নাইজেরীয়দের দেশে এবং বিদেশে অন্যদের চেয়ে আলাদা করে। যান, ইতিহাস তৈরি করুন এবং আমাদের দেশের নাম সোনার অক্ষরে লিখুন।’

লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু বিশ্ব রেকর্ডধারী ওনাকোয়ার উদ্দেশে বলেছেন, ‘লাগোস আপনাকে সমর্থন দিচ্ছে।’ তিনি আরও বলেন, যেকোনো অবস্থা থেকেও যে শ্রেষ্ঠত্ব তৈরি হতে পারে, টুন্ডে ওনাকোয়ার প্রচেষ্টা তারই শক্তিশালী প্রমাণ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৬ ঘণ্টা, ৯ মিনিট এবং ৩৭ সেকেন্ডের। ২০১৮ সালে নরওয়েজীয় জুটি হলভার্ড হাগ ফ্লেটবো এবং সুয়োর ফার্কিংস্টাড এই রেকর্ডটি করেছিলেন।

২৯ বছর বয়সী টুন্ডে ওনাকোয়া বেড়ে উঠেছেন লাগোসের কুখ্যাত ভাসমান বস্তিতে। ভয়াবহ দারিদ্র্যের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দাবাকে কৃতিত্ব দেন। তাঁর দাবা শেখানোর অলাভজনক সংস্থা চেস ইন স্লামস আফ্রিকা দরিদ্র সম্প্রদায়ের শিশুদের দাবা খেলা শিখতে সাহায্য করে।

মার্কিন অলাভজনক সংস্থা ‘দ্য গিফট অব চেস’-এর একজন বোর্ড সদস্য ওনাকোয়া। সংস্থাটি দাবার মাধ্যমে জীবন পরিবর্তন করার কাজ করে। এ ছাড়া, ২০৩০ সালের মধ্যে অনুন্নত সম্প্রদায়গুলোর মধ্যে ১০ লাখ দাবা সেট বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দ্য গিফট অব চেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত