Ajker Patrika

এবার নারী ক্যান্ডিডেট মাস্টারের কাছে হারলেন গ্র্যান্ডমাস্টার রিফাত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১: ৪৯
এবার নারী ক্যান্ডিডেট মাস্টারের কাছে হারলেন গ্র্যান্ডমাস্টার রিফাত 

কম সময়ে দ্রুত চাল দেওয়ার সুখ্যাতি আছে বাংলাদেশের দাবার তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের। সেই রিফাতই আজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদের কাছে হেরে গেলেন ঠিক সময়ে চাল দিতে না পারার কারণে! 

আজ আন্তর্জাতিক রেটিং দাবার শেষ দিনে ওয়ালিজার কাছে রিফাত হেরেছেন অনেকটা নিজের ভুলেই। তাঁর ভুলে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ডমাস্টার হারানোর স্বাদ পেয়েছেন ওয়ালিজা। অথচ ম্যাচে হারের অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে কীভাবে জয় পেলেন ওয়ালিজা সেটা তার মুখ থেকেই শোনা যাক, ‘খেলায় আমি ডিফেন্ডিং (রক্ষণাত্মক) অবস্থায় ছিলাম। রিফাত আংকেল অ্যাটাকিং (আক্রমণাত্মক) খেলছিলেন। পরে আমি একটি ভুল চাল খেলে ফেলি। সেখান থেকে প্রতি আক্রমণে খেলা শুরু করলে ওনার সময় কমে যেতে থাকে। প্রতি আক্রমণে খেলতে গিয়েই তার ফ্ল্যাগ ডাউন (সময় মতো চাল দিতে না পারা) হয়ে যায়।’ 

পেশাদার দাবায় এর আগে গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে ড্র করার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারকে হারালেন ওয়ালিজা। ম্যাচ শেষ হওয়ার পরও এই জয়ের ঘোর কাটছিল না বলে জানালেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না। যখন স্কোর শিটে স্বাক্ষর করছিলাম তখনো বিশ্বাস হচ্ছিল না আমি একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছি!’ 

ওয়ালিজার কাছে রিফাতের এই হার অবশ্য খুব বেশি চমক জাগাচ্ছে না। এই আন্তর্জাতিক দাবার প্রথম দিনে সৌখিন দাবাড়ু মোর্তুজা মাহাথির ইসলামের কাছে মাত্র ২০ চালে হেরেছিলেন রিফাত। বাংলাদেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টারের এমন দুই হারে খুব বেশি অবাক হচ্ছেন না দাবা ফেডারেশনের আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ, ‘রিফাত বছরে একটা-দুইটা টুর্নামেন্ট খেলে। দীর্ঘদিন খেলায় না থাকলে এমন হার অস্বাভাবিক কিছু নয়!’ 

আন্তর্জাতিক রেটিং দাবায় চমক দেখিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। গত বছরের শেষ দিনে জুনিয়র জাতীয় দাবার শিরোপা জেতার এক সপ্তাহের ভেতর দ্বিতীয় শিরোপা জিতেছেন ১৩ বছর বয়সী সাকলাইন। টুর্নামেন্টের শেষ দিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সমান সাড়ে ৭ পয়েন্ট ছিল সাকলাইনের। টাইব্রেকে জিয়াকে হারিয়ে ২২০০ রেটিংয়ে ফিদে মাস্টার হওয়ার খুব কাছে চলে গেছেন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত