দক্ষিণের পেছনে ছুটছে বলিউড
ইন্ডাস্ট্রি হিসেবে ছোট হলেও মানে এগিয়ে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল, মালায়ালাম, তেলুগু, কন্নড়—সব কটি ইন্ডাস্ট্রিতে নির্মিত সিনেমাগুলো ভারত ছাপিয়ে বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে। বলিউডে তাই দক্ষিণী সিনেমা ‘রিমেক’-এর হিড়িক। আগামীতে বলিউডে যেসব রিমেক সিনেমা মুক্তি পাবে, তার কয়েকটি সিনেমা নিয়ে এ আয়োজ