এই বছরটা যেন দক্ষিণের সিনেমার। বছরজুড়েই ছিল বক্স অফিসে তাদের আধিপত্য। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প সেখানে এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ গত দুই মাস ধরে বক্স অফিসে একটানা রাজত্ব করছে। কন্নড় ফিল্ম ‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় ৪০০ কোটি রুপি।
যেখানে ইদানীং সিনেমাগুলো দুই বা তিন সপ্তাহের বেশি প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারে না, সেখানে ‘কানতারা’ একটানা দুই মাস ধরে প্রেক্ষাগৃহে দর্শকদের মুগ্ধ করেই চলেছে। ছবিটি মুক্তির দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘কানতারা’র ঝড় যেন থামছেই না। সর্বশেষ হিসাব অনুযায়ী ছবিটির বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপির অঙ্ক ছুঁয়েছে।
‘কানতারা’র আয় সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের মতে, ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৪০০.৯০ কোটি রুপি। ছবিটির সর্বোচ্চ সংগ্রহ কর্ণাটকে, তারপর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সমগ্র ভারতে ‘কানতারা’র এখন পর্যন্ত আয় ৩৫৬.৪০ কোটি রুপি। আর ভারতের বাইরে এর আয় ৪৪.৫০ কোটি রুপি। একই সঙ্গে উত্তর ভারতে কানতারার সংগ্রহ কয়েক দিনের মধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে তরুণ আদর্শ জানান।
ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে মুগ্ধ হয়েছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কানতারা’র প্রশংসা করেছেন তিনি। ঋষভ শেঠিকে ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। গুণী এই অভিনেতা ঋষভের জন্য একটি দামি উপহারও পাঠিয়েছিলেন।
‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
আইএমডিবি অনুসারে, ছবিটির রেটিং ৯.৫ / ১০।
এই বছরটা যেন দক্ষিণের সিনেমার। বছরজুড়েই ছিল বক্স অফিসে তাদের আধিপত্য। ‘পুষ্পা’, ‘কেজিএফ ২ ’, ‘বিক্রম’ ও ‘আরআরআর’-এর সাফল্যের গল্প সেখানে এখনো থামেনি, এর মধ্যেই কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কানতারা’ গত দুই মাস ধরে বক্স অফিসে একটানা রাজত্ব করছে। কন্নড় ফিল্ম ‘কানতারা’-এর গল্প ও এর ভিজ্যুয়ালের কারণে সারা বিশ্বে এখনো প্রশংসা পেয়েই যাচ্ছে। প্রশংসার পাশাপাশি আয়ের দিক দিয়েও নতুন মাইলফলক তৈরি করেছে ছবিটি। ঋষভ শেঠির ছবিটি সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় ৪০০ কোটি রুপি।
যেখানে ইদানীং সিনেমাগুলো দুই বা তিন সপ্তাহের বেশি প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে পারে না, সেখানে ‘কানতারা’ একটানা দুই মাস ধরে প্রেক্ষাগৃহে দর্শকদের মুগ্ধ করেই চলেছে। ছবিটি মুক্তির দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘কানতারা’র ঝড় যেন থামছেই না। সর্বশেষ হিসাব অনুযায়ী ছবিটির বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি রুপির অঙ্ক ছুঁয়েছে।
‘কানতারা’র আয় সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শের মতে, ছবিটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৪০০.৯০ কোটি রুপি। ছবিটির সর্বোচ্চ সংগ্রহ কর্ণাটকে, তারপর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সমগ্র ভারতে ‘কানতারা’র এখন পর্যন্ত আয় ৩৫৬.৪০ কোটি রুপি। আর ভারতের বাইরে এর আয় ৪৪.৫০ কোটি রুপি। একই সঙ্গে উত্তর ভারতে কানতারার সংগ্রহ কয়েক দিনের মধ্যে ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে তরুণ আদর্শ জানান।
ঋষভ শেঠির ‘কানতারা’ দেখে মুগ্ধ হয়েছেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কানতারা’র প্রশংসা করেছেন তিনি। ঋষভ শেঠিকে ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। গুণী এই অভিনেতা ঋষভের জন্য একটি দামি উপহারও পাঠিয়েছিলেন।
‘কানতারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
আইএমডিবি অনুসারে, ছবিটির রেটিং ৯.৫ / ১০।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
২ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৭ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে