সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি ‘আরিয়া’। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের ‘আরিয়া’ আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘আরিয়া ২’। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।
সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, ‘আরিয়া ৩’ ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন।
যদিও নির্মাতার তরফ থেকে ‘আরিয়া ৩’-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে ‘আরিয়া ৩’। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।
বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।
সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি ‘আরিয়া’। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের ‘আরিয়া’ আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘আরিয়া ২’। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।
সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, ‘আরিয়া ৩’ ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন।
যদিও নির্মাতার তরফ থেকে ‘আরিয়া ৩’-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে ‘আরিয়া ৩’। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।
বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে