বলিউড অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমা দিয়ো ক্যারিয়ার শুরু করেন।
১৯৯০ সালের ১০ অক্টোবর নিউ দিল্লিতে শিখ পরিবারে জন্ম নেন রাকুল প্রীত সিং। তাঁর বাবা কুলবিন্দর সিং প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁর মা রাজেন্দর কৌর।
দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন রাকুল। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন।
কলেজে পড়ার সময় ১৮ বছর বয়সে তিনি তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং দিল্লি থেকে মুম্বাই চলে আসেন। ২০০৯ সালের কন্নড় সিনেমা ‘গিলি’ দিয়ে অভিনয় জগতে আসেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডেকে রাকুল বলেন, ‘একটু বাড়তি পকেট মানি উপার্জনের জন্য’ তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পরিধি কত বড় তা তিনি জানতেন না।
২০১১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। ‘পিপলস চয়েস মিস ইন্ডিয়াটাইমস’, ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস’, ‘ফেমিনা মিস ট্যালেন্টেড’, ‘ফেমিনা মিস বিউটিফুল স্মাইল’ ও ‘ফেমিনা মিস বিউটিফুল আইস’ প্রতিযোগিতায় পুরস্কার জেতেন তিনি।
ওই বছরই তেলুগু ভাষায় নিজের প্রথম সিনেমা ‘কেরাতামে’ দুর্দান্ত অভিনয় করেন রাকুল। সিনেমাটি তামিল ভাষায় ‘যুবান’ নামে নির্মিত হয়, সেখানেও তিনি অভিনয় করেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তামিল সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকুলের। এই ছবিতে তিনি সালোনির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়।
মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, রবি তেজাসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তাঁর সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’, ‘কারেন্ট থিগা’, ‘রাফ’, ‘কিক–২ ’, ‘ধ্রুভা’, ‘স্পাইডার’, ‘থেরান আধিগারম ওন্দ্রু’, ‘দে দে প্যার দে’।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। ‘ডক্টর জি’-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
বলিউড অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমা দিয়ো ক্যারিয়ার শুরু করেন।
১৯৯০ সালের ১০ অক্টোবর নিউ দিল্লিতে শিখ পরিবারে জন্ম নেন রাকুল প্রীত সিং। তাঁর বাবা কুলবিন্দর সিং প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁর মা রাজেন্দর কৌর।
দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন রাকুল। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন।
কলেজে পড়ার সময় ১৮ বছর বয়সে তিনি তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং দিল্লি থেকে মুম্বাই চলে আসেন। ২০০৯ সালের কন্নড় সিনেমা ‘গিলি’ দিয়ে অভিনয় জগতে আসেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডেকে রাকুল বলেন, ‘একটু বাড়তি পকেট মানি উপার্জনের জন্য’ তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পরিধি কত বড় তা তিনি জানতেন না।
২০১১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। ‘পিপলস চয়েস মিস ইন্ডিয়াটাইমস’, ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস’, ‘ফেমিনা মিস ট্যালেন্টেড’, ‘ফেমিনা মিস বিউটিফুল স্মাইল’ ও ‘ফেমিনা মিস বিউটিফুল আইস’ প্রতিযোগিতায় পুরস্কার জেতেন তিনি।
ওই বছরই তেলুগু ভাষায় নিজের প্রথম সিনেমা ‘কেরাতামে’ দুর্দান্ত অভিনয় করেন রাকুল। সিনেমাটি তামিল ভাষায় ‘যুবান’ নামে নির্মিত হয়, সেখানেও তিনি অভিনয় করেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তামিল সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকুলের। এই ছবিতে তিনি সালোনির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়।
মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, রবি তেজাসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তাঁর সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’, ‘কারেন্ট থিগা’, ‘রাফ’, ‘কিক–২ ’, ‘ধ্রুভা’, ‘স্পাইডার’, ‘থেরান আধিগারম ওন্দ্রু’, ‘দে দে প্যার দে’।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। ‘ডক্টর জি’-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে