বলিউড অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমা দিয়ো ক্যারিয়ার শুরু করেন।
১৯৯০ সালের ১০ অক্টোবর নিউ দিল্লিতে শিখ পরিবারে জন্ম নেন রাকুল প্রীত সিং। তাঁর বাবা কুলবিন্দর সিং প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁর মা রাজেন্দর কৌর।
দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন রাকুল। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন।
কলেজে পড়ার সময় ১৮ বছর বয়সে তিনি তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং দিল্লি থেকে মুম্বাই চলে আসেন। ২০০৯ সালের কন্নড় সিনেমা ‘গিলি’ দিয়ে অভিনয় জগতে আসেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডেকে রাকুল বলেন, ‘একটু বাড়তি পকেট মানি উপার্জনের জন্য’ তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পরিধি কত বড় তা তিনি জানতেন না।
২০১১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। ‘পিপলস চয়েস মিস ইন্ডিয়াটাইমস’, ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস’, ‘ফেমিনা মিস ট্যালেন্টেড’, ‘ফেমিনা মিস বিউটিফুল স্মাইল’ ও ‘ফেমিনা মিস বিউটিফুল আইস’ প্রতিযোগিতায় পুরস্কার জেতেন তিনি।
ওই বছরই তেলুগু ভাষায় নিজের প্রথম সিনেমা ‘কেরাতামে’ দুর্দান্ত অভিনয় করেন রাকুল। সিনেমাটি তামিল ভাষায় ‘যুবান’ নামে নির্মিত হয়, সেখানেও তিনি অভিনয় করেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তামিল সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকুলের। এই ছবিতে তিনি সালোনির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়।
মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, রবি তেজাসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তাঁর সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’, ‘কারেন্ট থিগা’, ‘রাফ’, ‘কিক–২ ’, ‘ধ্রুভা’, ‘স্পাইডার’, ‘থেরান আধিগারম ওন্দ্রু’, ‘দে দে প্যার দে’।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। ‘ডক্টর জি’-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
বলিউড অভিনেত্রী ও মডেল রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমা দিয়ো ক্যারিয়ার শুরু করেন।
১৯৯০ সালের ১০ অক্টোবর নিউ দিল্লিতে শিখ পরিবারে জন্ম নেন রাকুল প্রীত সিং। তাঁর বাবা কুলবিন্দর সিং প্রাক্তন সেনা কর্মকর্তা। তাঁর মা রাজেন্দর কৌর।
দিল্লির আর্মি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন রাকুল। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক পাস করেন।
কলেজে পড়ার সময় ১৮ বছর বয়সে তিনি তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এবং দিল্লি থেকে মুম্বাই চলে আসেন। ২০০৯ সালের কন্নড় সিনেমা ‘গিলি’ দিয়ে অভিনয় জগতে আসেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডেকে রাকুল বলেন, ‘একটু বাড়তি পকেট মানি উপার্জনের জন্য’ তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে পরিধি কত বড় তা তিনি জানতেন না।
২০১১ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। ‘পিপলস চয়েস মিস ইন্ডিয়াটাইমস’, ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেশ ফেস’, ‘ফেমিনা মিস ট্যালেন্টেড’, ‘ফেমিনা মিস বিউটিফুল স্মাইল’ ও ‘ফেমিনা মিস বিউটিফুল আইস’ প্রতিযোগিতায় পুরস্কার জেতেন তিনি।
ওই বছরই তেলুগু ভাষায় নিজের প্রথম সিনেমা ‘কেরাতামে’ দুর্দান্ত অভিনয় করেন রাকুল। সিনেমাটি তামিল ভাষায় ‘যুবান’ নামে নির্মিত হয়, সেখানেও তিনি অভিনয় করেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তামিল সিনেমায় তাঁর আত্মপ্রকাশ ঘটে।
২০১৪ সালে ‘ইয়ারিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকুলের। এই ছবিতে তিনি সালোনির চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়।
মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, রবি তেজাসহ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তাঁর সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস’, ‘কারেন্ট থিগা’, ‘রাফ’, ‘কিক–২ ’, ‘ধ্রুভা’, ‘স্পাইডার’, ‘থেরান আধিগারম ওন্দ্রু’, ‘দে দে প্যার দে’।
এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। ‘ডক্টর জি’-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’।
রাকুল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’, ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘আয়ালাম’ নামে একটি তামিল সিনেমার কাজ শেষ করেছেন তিনি। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে