নাতিকে ছুঁতে না পারলেও দেখে শান্তি গণেশের
ওপারে মেয়ে লিপি রানী, এপারে বাবা গণেশ রায়। দুজনের মাঝখানে কাঁটাতারের বেড়া। এর দুপাশে দাঁড়িয়ে থেকে তাঁরা কথোপকথন চালিয়ে যাচ্ছেন। দুজনেরই অশ্রু গড়িয়ে পড়ছে। মেয়ে ও মেয়ের জামাইয়ের সঙ্গে এই প্রথম নাতিকে দেখলেন গণেশ। কিন্তু তাকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি।