ঠাকুরগাঁওয়ে নীলগাই হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে সমন জারি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মন্ডলপাড়া এলাকায় নীলগাই হত্যায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অবশেষে আমলে নিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক ৯ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।