Ajker Patrika

খেলার মাঠ রক্ষায় কারাগারে যেতেও পিছপা নন তাঁরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
খেলার মাঠ রক্ষায় কারাগারে যেতেও পিছপা নন তাঁরা

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে প্রায় এক শ বছর বয়সী খেলার মাঠের মালিকানা নিয়ে চারটি মামলা চলছে। এসব মামলায় পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণের অনুমতি চেয়ে ছয় গ্রামবাসীর পক্ষে ৪০০ জন ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা মৌজার ছয় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ৪০০ ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন মাঠরক্ষা কমিটির নেতা সাজ্জাদুর রহমান সোহেল শাহ।

কারাবরণের জন্য আবেদনকারীদের মধ্যে আব্দুল বারিক, লেলিন মোদক ও পলি রানী জানান, তাঁদের এলাকায় খেলার মাত্র একটি। সেই মাঠে খেলাধুলা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভা-সমাবেশ হয়। এ ছাড়া করোনাকালে এই মাঠে গড়েয়ার বাজারটি স্থানান্তর করা হয়। মাঠটির জন্য এ এলাকার পরিচিতি পেয়েছে ঠাকুরগাঁওসহ বিভিন্ন অঞ্চলে।

মাঠ রক্ষার আন্দোলনকারী কমিটির সদস্য আমিনুর রহমান বলেন, ‘আলীমাই বিবি নামের এক নারী তাঁর জীবদ্দশায় এই মাঠ জনসাধারণের ব্যবহারের জন্য মৌখিকভাবে দান করেন; কিন্তু ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লার ফখরুল ইসলাম জুয়েল ও লস্করা গ্রামের স্কুলশিক্ষক সজল কুমার চৌধুরী শত বছরের মাঠটি দখলের চেষ্টা করছেন।

তাঁরা মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন।’

বায়না সূত্রে মাঠের মালিক দাবি করা ফখরুল ইসলাম জুয়েল ও সজল কুমার চৌধুরী বলেন, ‘আমরা দলিল-দস্তাবেজ দেখে বৈধভাবে জমি কেনার উদ্দেশ্যে বায়না রেজিস্ট্রি করেছি। এ ঘটনায় চারটি মামলা করা হয়েছে।’

এদিকে গ্রামবাসীদের স্বেচ্ছায় কারাবরণের অনুমতি প্রসঙ্গে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘আজ (মঙ্গলবার) আমি অফিসে ছিলাম না। তবে মাঠের বিষয়টি আইনগত বিষয়। সবকিছু আইনের মধ্যে হবে।’

এদিকে মাঠটির মালিক দাবি করা ফখরুল ইসলাম জুয়েল ও সজল কুমার চৌধুরীর নেতৃত্বে মাঠ দখল নিতে গিলে তাঁদের গাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে তাঁরা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় গতকাল মানববন্ধন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত