Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একই পরিবারের তিনজন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫: ১৬
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে একই পরিবারের তিনজন নিহত

পরীক্ষাকেন্দ্রে মেয়েকে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন। আজ রোববার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের লক্ষ্মীপুর দেবাডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন রোড কলেজ এলাকার মাসুদুর রহমান (৫০), তাঁর স্ত্রী হামিদা বেগম (৪০) ও মেয়ে মেহের নিগার (১৩)।

পুলিশ ও মাসুদের পরিবার জানায়, আজ সকাল ৯টার দিকে মেয়ে মেহেরকে স্থানীয় একটি মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন মাসুদ। পথে ঢাকাগামী হানিফ কোচের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসুদের স্ত্রী হামিদা মারা যান। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর মাসুদ ও মেয়ে হামিদা মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুদুরকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় তাঁদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত