Ajker Patrika

শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২: ০৬
শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্বশুরবাড়ি থেকে রশিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের হালাফ উদ্দীনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রশিদুল ইসলাম পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুলুভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পল্লি চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, প্রতিবেশী হালাফ উদ্দীনের জামাই রশিদুল ইসলাম। রোববার রাত ৯টার পর শ্বশুরবাড়িতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষ করার পর ঘুমিয়ে পরেন। ভোরবেলা শাশুড়ি ফজরের নামাজের জন্য ঘরে জায়নামাজ আনতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

মৃত রশিদুলের ভাই মাসুদ রানা বলেন, বড় ভাই দুবছরের বেশি সময় ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও দুবার বাড়িতে বিষপান করেছিল। আমরা দ্রুত চিকিৎসা করানোর ফলে বেঁচে যায়। এরপরে তাকে চোখে চোখে রাখতো পরিবারের সবাই। এখানে গতকাল এসে এমন ঘটনা ঘটাবে কারও ধারণা ছিল না। ভাইয়ের মৃত্যু নিয়ে কোনোপক্ষের কোনো অভিযোগ নেই। 

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছি আমরা। বিস্তারিত পরে বলতে পারবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত