বড় হারেই চট্টগ্রাম টেস্ট শেষ করল বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের ফল কী হবে, অনুমান করা গিয়েছিল আগের দিনই। আজ শেষ দিন অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সাকিব আল হাসান সেই অপেক্ষা কিছুটা বাড়িয়েছেন। তবু আজ সকালের প্রথম সেশনে ৪৯ মিনিটের বেশি টিকতে পারল না বাংলাদেশ। প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা।