Ajker Patrika

ব্রেট লি-কামিন্সদের যে রেকর্ডে মার্ফি

ব্রেট লি-কামিন্সদের যে রেকর্ডে মার্ফি

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হলো টড মার্ফির। অভিষেক টেস্টে ঘূর্ণিজাদুতে ভারতকে নাচিয়ে ছাড়ছেন মার্ফি। প্রথম ইনিংসেই ব্রেট লি, প্যাট কামিন্সদের রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার এই অফস্পিনার। 

গতকাল প্রথম দিনেই উইকেট পেয়েছেন মার্ফি। লোকেশ রাহুলকে কট এন্ড বোল্ড করেন তিনি। দ্বিতীয় দিনে এসে ভয়ংকর হয়ে ওঠেন মার্ফি। ‘নাইটওয়াচম্যান’ রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মার্ফি। যেখানে অস্ট্রেলিয়ার এই অফস্পিনার উইকেট নিয়েছেন রিভিউর সাহায্য নিয়ে। মার্ফির পরের শিকার চেতেশ্বর পূজারা। সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন পূজারা। রাহুল, অশ্বিন, পূজারার পর মার্ফি নেন বিরাট কোহলির উইকেট। গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। আর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার। অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে ব্রেট লি ও প্যাট কামিন্সের। 

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অভিষেক টেস্টে এক ইনিংসে সেরা বোলিং ফিগার আলবার্ট ট্রটের। ১৮৯৫ সালে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। মার্ফির আগে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন বোল্যান্ড। মেলবোর্ন ক্রিকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত