Ajker Patrika

পিচ নয়, কামিন্সদের কাঠগড়ায় তুলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম

পিচ নয়, কামিন্সদের কাঠগড়ায় তুলেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম

নাগপুরে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের কাছে ইনিংস এবং ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দল। ভারতের কাছে এই বাজে হারে সরব প্রতিক্রিয়া দেখিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

প্যাট কামিন্সের দলের হারকে লজ্জাজনক হার লিখেছে অস্ট্রেলিয়ার পত্রিকা ‘ব্রডশীট’। একই পিচে যেখানে প্রতিপক্ষ দল ৪০০ রান করেছে সেখানে এমন হারে পিচকে দায়ী না করে খেলোয়াড়দের মানসিকতার সমস্যা দেখছে পত্রিকাটি। ছন্দে থাকা ব্যাটার ট্রেভিস হেডকে দলে না রেখে বারবার ব্যর্থ হওয়া ডেভিড ওয়ার্নারকে সুযোগ দেওয়ায় প্রশ্ন তুলেছে সংবাদমাধ্যমটি। 

সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘অস্ট্রেলিয়া যে বিশ্বে দাপট দেখানোর অভিযানে নেমেছিল সেটাকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ভারতের স্পিন মাস্টাররা।’ টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টেস্টের প্রথম দিন থেকেই হেডের অনুপস্থিতি ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে তাকে অবশ্যই দলে ফেরাতে হবে। যদিও হেড একাই দলকে উদ্ধার করতে পারবে না।’ 

সাবেক অজি অধিনায়ক অ্যালান বোর্ডার ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়েরা নিজেদের পারফরম্যান্সে বিব্রত, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটি খুব দ্রুতই ঘটে গিয়েছে। দেখে মনে হচ্ছে তারা ভারত সফর নিয়ে বেশি চিন্তা করেছে। আমরা যতটা সম্ভব বাজে ভাবেই শুরু করেছি।’ 

অজিরা শেষবার ২০০৪ সালে ভারতের মাটিতে অ্যাডাম গিলক্রিস্টের অধীনে সিরিজ জিতেছিল। এবার নাগপুর টেস্টে হার দিয়ে সফর শুরু করলেও সিরিজ জিততে হলে বাকি তিন টেস্টে দুর্দান্ত কিছু করতে হবে অজিদের। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিল্লিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত