Ajker Patrika

রোহিত ও মার্ফির রেকর্ডের দিনে দ্বিতীয় দিন ভারতের

রোহিত ও মার্ফির রেকর্ডের দিনে দ্বিতীয় দিন ভারতের

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত। 

১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার। 

পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার। 

অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত