Ajker Patrika

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করা ভারতই এখন সবার সেরা 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৩৮
অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করা ভারতই এখন সবার সেরা 

ওয়ানডে ও টি-টোয়েন্টি-এই দুই সংস্করণে আগেই শীর্ষে উঠেছিল ভারত। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের ধারাবাহিকতা তারা বজায় রাখল টেস্ট ক্রিকেটেও। নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে তিন সংস্করণের শীর্ষ দল এখন ভারত।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ র‍্যাংকিং হালনাগাদ করেছে। অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল ভারত। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে এক নম্বরে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১। তিন, চার ও পাঁচে থাকা ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০৬,১০০ ও ৮৫। ৪৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ। ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই আছে জিম্বাবুয়ে।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠাই নয়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও জোরাল করেছে ভারত। ২০২১-২৩ চক্রে ১৫ ম্যাচ খেলে ভারত জিতেছে ৯ ম্যাচ, হেরেছে ৪ ম্যাচ ও ২ ম্যাচ ড্র করেছে। ৬১.৬৭ শতাংশ নিয়ে দুইয়ে আছে রোহিত শর্মার দল। আর ১৬ ম্যাচে ১০ জয়, ২ হার ও ৪ ড্রতে ৭০.৮৩ শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ভারতের ফাইনাল খেলা নির্ভর করছে বর্ডার-গাভাস্কার ট্রফির ওপর। সিরিজের দ্বিতীয় টেস্ট দিল্লিতে শুরু হবে শুক্রবার। ১ মার্চ ও ৯ মার্চ ইন্দোর ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত