‘বুড়ো’ বয়সে বিশ্ববিদ্যালয়ে হাফিজ-শফিকরা
‘বয়স শুধুই একটি সংখ্যা’-বহুল প্রচলিত এই প্রবাদের বাস্তবতা নতুন করে প্রমাণ করেছেন মোহাম্মদ হাফিজ ও আসাদ শফিক। হাফিজ, শফিক-দুজনেরই বয়স ৩৫ বছর পেরিয়েছে। এই ‘বুড়ো’ বয়সে এসে দুই পাকিস্তানি ক্রিকেটার ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। দুজনেই এখন করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।