কার উদ্দেশে এমন উদ্যাপন করেন শান্ত
ইনিংসের তখন মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল, ওপেনার জাকির হাসান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। এরপরই উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কাটা বাংলাদেশকে বুঝতেই দেননি এই বাঁহাতি ব্যাটার। পাল্টা আক্রমণে আফগানিস্তানের বোলিং লাইনআপ এলোমেলো করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।