মোস্তাফিজের সতীর্থের হঠাৎ মাথা গরমের কারণ কী
উইকেটের জন্য হন্যে হয়ে খুঁজছে দিল্লি ক্যাপিটালস। এমন সময় একটা উইকেট প্রায় পেয়েই গিয়েছিল মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লি। কিন্তু রিভিউ নিয়েও গুজরাট টাইটান্সের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি দিল্লি। মোস্তাফিজ-অক্ষরদের সতীর্থ কুলদীপ যাদব তাতে মেজাজ হারিয়েছেন।