ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় জানা গেল, নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। সাত মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকলেও শান্তর আর সেটা সম্ভব হয়নি। তবে একাদশে না থাকলেও বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন শান্ত।
বদলি ফিল্ডার হিসেবে নেমে গত রাতে শান্ত ৩টি ক্যাচ ধরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। এই তালিকায় শান্তসহ আছেন পাঁচ ক্রিকেটার, যাঁদের মধ্যে তিন ক্রিকেটার টেস্ট খেলুড়ে দলের। অপর দুই ক্রিকেটার যে দলের হয়ে রেকর্ড গড়েছেন, তাঁদের এখনো টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি। এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ধ্রুব জুরেল বদলি হিসেবে নেমে তিন ক্যাচ ধরেন। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই তালিকায় শান্ত-জুরেল ছাড়া অপর তিন ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুর্বে ও স্কটল্যান্ডের মাইকেল লিস্ক।
মিচেল বদলি হিসেবে নেমে ৩টি ক্যাচ ধরেছিলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে নেপিয়ারে। স্কটল্যান্ডের লিস্কের রেকর্ড কেনিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনার ইতুর্বের রেকর্ডটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তেমন আগ্রহ না থাকলেও ফুটবলে এ দুই দলের ম্যাচ কতটা উত্তেজনা ছড়ায়, সেটা না বললেও চলে।
শারজায় গত রাতে আরব আমিরাতের প্রথম উইকেটের পতনটা হয়েছে শান্তর হাত ধরে। চতুর্থ ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে তুলে মারতে যান আমিরাত ওপেনার মুহাম্মদ জুহাইব। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে সহজে লুফে নেন শান্ত। পরবর্তীতে তিনি দুটি ক্যাচ ধরেন লং অনে দাঁড়িয়ে।
বদলি ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটা শান্ত চাইলে পুরোপুরি নিজের করে নিতে পারতেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে স্লগ সুইপ করেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। লং অন থেকে দৌড়ে এসে বলটি ধরেও ধরতে পারেননি শান্ত। উল্টো সেটাকে চার বানিয়ে দিয়েছেন। চতুর্থ ক্যাচটা হাতের নাগালে পেয়েও ধরতে না পেরে কতটা বিব্রত হয়েছেন, সেটা শান্তকে দেখেই বোঝা গেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত। এই ম্যাচে একাদশে শান্ত সুযোগ পান কিনা, সেটা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড
ক্যাচ দল প্রতিপক্ষ সাল
নাজমুল হোসেন শান্ত ৩ বাংলাদেশ আরব আমিরাত ২০২৫
ম্যানুয়েল ইতুর্বে ৩ আর্জেন্টিনা ব্রাজিল ২০২৪
ড্যারিল মিচেল ৩ নিউজিল্যান্ড পাকিস্তান ২০২০
ধ্রুব জুরেল ৩ ভারত ইংল্যান্ড ২০২৫
মাইকেল লিস্ক ৩ স্কটল্যান্ড কেনিয়া ২০১৯
শারজায় গত রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় জানা গেল, নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। সাত মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকলেও শান্তর আর সেটা সম্ভব হয়নি। তবে একাদশে না থাকলেও বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন শান্ত।
বদলি ফিল্ডার হিসেবে নেমে গত রাতে শান্ত ৩টি ক্যাচ ধরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। এই তালিকায় শান্তসহ আছেন পাঁচ ক্রিকেটার, যাঁদের মধ্যে তিন ক্রিকেটার টেস্ট খেলুড়ে দলের। অপর দুই ক্রিকেটার যে দলের হয়ে রেকর্ড গড়েছেন, তাঁদের এখনো টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি। এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ধ্রুব জুরেল বদলি হিসেবে নেমে তিন ক্যাচ ধরেন। ম্যাচটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই তালিকায় শান্ত-জুরেল ছাড়া অপর তিন ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, আর্জেন্টিনার ম্যানুয়েল ইতুর্বে ও স্কটল্যান্ডের মাইকেল লিস্ক।
মিচেল বদলি হিসেবে নেমে ৩টি ক্যাচ ধরেছিলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে নেপিয়ারে। স্কটল্যান্ডের লিস্কের রেকর্ড কেনিয়ার বিপক্ষে। আর আর্জেন্টিনার ইতুর্বের রেকর্ডটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে। ক্রিকেটে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তেমন আগ্রহ না থাকলেও ফুটবলে এ দুই দলের ম্যাচ কতটা উত্তেজনা ছড়ায়, সেটা না বললেও চলে।
শারজায় গত রাতে আরব আমিরাতের প্রথম উইকেটের পতনটা হয়েছে শান্তর হাত ধরে। চতুর্থ ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে তুলে মারতে যান আমিরাত ওপেনার মুহাম্মদ জুহাইব। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে সহজে লুফে নেন শান্ত। পরবর্তীতে তিনি দুটি ক্যাচ ধরেন লং অনে দাঁড়িয়ে।
বদলি ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটা শান্ত চাইলে পুরোপুরি নিজের করে নিতে পারতেন। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে শেখ মেহেদী হাসানকে স্লগ সুইপ করেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। লং অন থেকে দৌড়ে এসে বলটি ধরেও ধরতে পারেননি শান্ত। উল্টো সেটাকে চার বানিয়ে দিয়েছেন। চতুর্থ ক্যাচটা হাতের নাগালে পেয়েও ধরতে না পেরে কতটা বিব্রত হয়েছেন, সেটা শান্তকে দেখেই বোঝা গেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারজায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত। এই ম্যাচে একাদশে শান্ত সুযোগ পান কিনা, সেটা সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড
ক্যাচ দল প্রতিপক্ষ সাল
নাজমুল হোসেন শান্ত ৩ বাংলাদেশ আরব আমিরাত ২০২৫
ম্যানুয়েল ইতুর্বে ৩ আর্জেন্টিনা ব্রাজিল ২০২৪
ড্যারিল মিচেল ৩ নিউজিল্যান্ড পাকিস্তান ২০২০
ধ্রুব জুরেল ৩ ভারত ইংল্যান্ড ২০২৫
মাইকেল লিস্ক ৩ স্কটল্যান্ড কেনিয়া ২০১৯
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে