নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হওয়া পিএসএল আবার মাঠে ফিরেছে। এমন সময় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়াচ্ছে একের পর এক বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স। এবার সাকিবের সঙ্গে পিএসএলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স মিরাজকে নিতে পারে বলে শোনা যাচ্ছিল। লাহোর কালান্দার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এখনো কিছু জানায়নি মিরাজের ব্যাপারে। তবে মিরাজ আজকের পত্রিকাকে জানিয়েছেন, জিম্বাবুয়ের সিকান্দার রাজার জায়গায় তাঁকে (মিরাজ) চাচ্ছে লাহোর। সবেমাত্র তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি নিয়েছেন। লাহোর কালান্দার্সের থেকে বিমানের টিকিট পেলেই পিএসএল খেলতে উড়াল দেবেন বলে মিরাজ জানিয়েছেন।
মিরাজের এনওসি নেওয়ার ব্যাপার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। আজকের পত্রিকাকে নাফীস বলেন, ‘মিরাজ আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে পিএসএল খেলার জন্য এনওসি চেয়ে আবেদন করেছে। পিএসএল যেহেতু শেষ হবে ২৫ মে, সে সময় পর্যন্তই এনওসি চেয়েছে। আমরা মিরাজের আবেদন আমাদের ফোরামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। তিনি মিরাজকে এনওসি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
মিরাজ বিসিবির কাছ থেকে পেয়েছেন পিএসএল খেলার অনুমতি। ২২ থেকে ২৫ মে পর্যন্ত খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যদি লাহোর এলিমিনেটর খেলে ফাইনালের টিকিট কাটে, তাহলে সর্বোচ্চ ৩ ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর সামনে। তখন দলটিকে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা টপকে ফাইনালে উঠতে হবে।
মিরাজ অবশ্য সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শারজায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গত রাতে পিএসএল দিয়ে সাড়ে পাঁচ মাস পর ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে ফেরাটা মোটেও সুখবর হয়নি। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। আর বোলিংয়ে ২ ওভারে ১৮ রান খরচ করেও পাননি কোনো উইকেট। তবে লিগ পর্বের শেষ ম্যাচ জিতে লাহোর কালান্দার্স প্লে অফ নিশ্চিত করেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়েছে লাহোর।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হওয়া পিএসএল আবার মাঠে ফিরেছে। এমন সময় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়াচ্ছে একের পর এক বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স। এবার সাকিবের সঙ্গে পিএসএলে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।
পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স মিরাজকে নিতে পারে বলে শোনা যাচ্ছিল। লাহোর কালান্দার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এখনো কিছু জানায়নি মিরাজের ব্যাপারে। তবে মিরাজ আজকের পত্রিকাকে জানিয়েছেন, জিম্বাবুয়ের সিকান্দার রাজার জায়গায় তাঁকে (মিরাজ) চাচ্ছে লাহোর। সবেমাত্র তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি নিয়েছেন। লাহোর কালান্দার্সের থেকে বিমানের টিকিট পেলেই পিএসএল খেলতে উড়াল দেবেন বলে মিরাজ জানিয়েছেন।
মিরাজের এনওসি নেওয়ার ব্যাপার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। আজকের পত্রিকাকে নাফীস বলেন, ‘মিরাজ আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে পিএসএল খেলার জন্য এনওসি চেয়ে আবেদন করেছে। পিএসএল যেহেতু শেষ হবে ২৫ মে, সে সময় পর্যন্তই এনওসি চেয়েছে। আমরা মিরাজের আবেদন আমাদের ফোরামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। তিনি মিরাজকে এনওসি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
মিরাজ বিসিবির কাছ থেকে পেয়েছেন পিএসএল খেলার অনুমতি। ২২ থেকে ২৫ মে পর্যন্ত খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যদি লাহোর এলিমিনেটর খেলে ফাইনালের টিকিট কাটে, তাহলে সর্বোচ্চ ৩ ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর সামনে। তখন দলটিকে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা টপকে ফাইনালে উঠতে হবে।
মিরাজ অবশ্য সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শারজায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে গত রাতে পিএসএল দিয়ে সাড়ে পাঁচ মাস পর ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে ফেরাটা মোটেও সুখবর হয়নি। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। আর বোলিংয়ে ২ ওভারে ১৮ রান খরচ করেও পাননি কোনো উইকেট। তবে লিগ পর্বের শেষ ম্যাচ জিতে লাহোর কালান্দার্স প্লে অফ নিশ্চিত করেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়েছে লাহোর।
এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। আবুধাবি হোক কিংবা দুবাইয়ের উইকেটে নিংড়ে দিচ্ছেন সেরাটা। টি-টোয়েন্টিতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনি। পরশু দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে তাঁর স্বরূপে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্য। এর আগে বাঁহাতি এই পেসারের প্রতি যেন কারও কুনজর না পড়ে এমন
৩ ঘণ্টা আগেএবারের এশিয়া কাপে মাঠের খেলার চেয়ে বাইরের বিভিন্ন ঘটনায় বেশি আলোচনায় আসছে পাকিস্তান। হাত না মেলানো বিতর্কে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তুলেছিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হলো তারা।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে হারের দুঃস্মৃতি ভুলে যেতে চান লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা।
৫ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যতিক্রমী উদ্যাপন করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। এবার সমালোচনার জবাব দিলেন এই ব্যাটার। সাফ জানিয়ে দিলেন—কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না তাঁর।
৬ ঘণ্টা আগে