ক্রীড়া ডেস্ক
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে