ক্রীড়া ডেস্ক
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশের স্কোর গতকাল এক পর্যায়ে ছিল ১৭ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান। সেখান থেকে ২০০ রান অনেক সহজই মনে হচ্ছিল। কারণ, উইকেটে তখন দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী ছিলেন। তবে এমন অবস্থা থেকে লিটনের দল শেষ করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানে। ২৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন শেষের দিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আফসোস করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে আমাদের ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন উইকেটে তেমন রান তুলতে পারিনি।’
জয়ের পথে আরব আমিরাতও ছুটছিল দারুণভাবে। ১৯২ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান তুলে ফেলে তারা। শেষ ৪ ওভারে ৪৯ রান আমিরাতের মতো দলের পক্ষে করা কঠিন ঠিকই। তবে আসিফ খান যেভাবে বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে লিটন-জাকের আলী অনিকেরা কিছুটা হলেও হয়তো ভয় পেয়েছিলেন। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ২০ ওভারে ১৬৪ রানে স্বাগতিকেরা অলআউট হয়ে যায়।
জয়ের রাতে আমিরাতের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলারদের আমি চিনি। তারা যেকোনো সময় ম্যাচে ফিরতে পারে। তবে একই সঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
প্রথম টি-টোয়েন্টিটা গত রাতে শারজায় হলেও মনে হচ্ছিল ম্যাচের ভেন্যু বাংলাদেশে। কারণ, পারভেজ হোসেন ইমন একেকটা ছক্কা বা মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদদের উইকেট নেওয়ার সময় গ্যালারিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। দর্শকদের নিয়ে লিটন বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, আমাদের সমর্থকেরা আসে এবং খেলা উপভোগ করে। তাদের এই সমর্থনও সত্যিই অসাধারণ।’ শারজায় আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টির শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। শারজায় গত রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে ২৭ রানের জয়। তবে দারুণ জয়ের পরও লিটন মনে করছেন, বাংলাদেশের আরও উন্নতি করতে হবে।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশের স্কোর গতকাল এক পর্যায়ে ছিল ১৭ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান। সেখান থেকে ২০০ রান অনেক সহজই মনে হচ্ছিল। কারণ, উইকেটে তখন দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী ছিলেন। তবে এমন অবস্থা থেকে লিটনের দল শেষ করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানে। ২৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন শেষের দিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আফসোস করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে আমাদের ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন উইকেটে তেমন রান তুলতে পারিনি।’
জয়ের পথে আরব আমিরাতও ছুটছিল দারুণভাবে। ১৯২ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান তুলে ফেলে তারা। শেষ ৪ ওভারে ৪৯ রান আমিরাতের মতো দলের পক্ষে করা কঠিন ঠিকই। তবে আসিফ খান যেভাবে বেধড়ক পেটাচ্ছিলেন, তাতে লিটন-জাকের আলী অনিকেরা কিছুটা হলেও হয়তো ভয় পেয়েছিলেন। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ২০ ওভারে ১৬৪ রানে স্বাগতিকেরা অলআউট হয়ে যায়।
জয়ের রাতে আমিরাতের ব্যাটারদেরও কৃতিত্ব দিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলারদের আমি চিনি। তারা যেকোনো সময় ম্যাচে ফিরতে পারে। তবে একই সঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
প্রথম টি-টোয়েন্টিটা গত রাতে শারজায় হলেও মনে হচ্ছিল ম্যাচের ভেন্যু বাংলাদেশে। কারণ, পারভেজ হোসেন ইমন একেকটা ছক্কা বা মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদদের উইকেট নেওয়ার সময় গ্যালারিতে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। দর্শকদের নিয়ে লিটন বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, আমাদের সমর্থকেরা আসে এবং খেলা উপভোগ করে। তাদের এই সমর্থনও সত্যিই অসাধারণ।’ শারজায় আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আমিরাত।
বাংলাদেশ যেন কুশল মেন্ডিসের ‘প্রিয়’ প্রতিপক্ষ। অন্যান্য দলের বিপক্ষে তিনি যে রানই করতে পারেন না সেটা নয়। তবে বিশ্বের যে ভেন্যুতে, যে টুর্নামেন্টেই খেলা হোক না কেন, বাংলাদেশকে পেলেই তিনি জ্বলে ওঠেন।
৯ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচ এখন যেন শুধু নামেই চলে। মাঠের পারফরম্যান্সে লড়াইয়ের ছিটেফোঁটা দেখা যায় না। উপরন্তু অন্যান্য ঘটনায় আলোচনা হয় বেশি। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে কী ঘটেছে, সেটা তো সকলেরই জানা। সুপার ফোরে তাদের ফিরতি ম্যাচের আগে দেখা গেল অন্য কিছু।
১ ঘণ্টা আগেসম্পর্ক বদলে গেল একটি পলকে—এবারের এশিয়া কাপ দেখলে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানটি মনে পড়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শুরুর আগেই গতকাল শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ফেসবুক পেজে হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। সেই শ্রীলঙ্কাই এক দিনের মধ্যে হয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন
৩ ঘণ্টা আগেচ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ ফাইনালে তারা ৪-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। ম্যাচের ৬৩তম মিনিটে মোহামেডানের মিনহাজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সোহেল রানা। বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে জিতেছে মারিও গোমেজের দল।
৩ ঘণ্টা আগে