ক্রীড়া ডেস্ক
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে