ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইমন গত রাতে সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও নিজের করে নিলেন ইমন। বাংলাদেশের ২৭ রানের জয়ে তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাই আমার কাছে এটা বিশেষ।’
ইমন শারজায় গত রাতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন। ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন দুর্দান্ত এক চারে। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে ইমনের সঙ্গে অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটেছে। ৮৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে প্রায় চলেই যান। তবে আম্পায়ার নো বল ডেকে আবার ফিরিয়ে আনেন ইমনকে। সুযোগটা কাজে লাগিয়ে ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি।
কীভাবে বিধ্বংসী ইনিংস খেলেছেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলাসা করেন ইমন। ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘উইকেটটা মূল্যায়ন করছিলাম ঠিকমতো। আমার প্রক্রিয়া, পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি এবং এভাবেই এগিয়েছি।’ ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ইমনের ব্যাটিংটা দেখতে সত্যিই দারুণ লেগেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তামিম করেন ২০১৬ সালে ধর্মশালায়। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে। তামিমের তখন বয়স ছিল ২৭ বছর। আর গত রাতে শারজায় ইমন ২২ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। বিধ্বংসী সেঞ্চুরি করার পথে ছক্কায় ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।
শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইমন গত রাতে সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও নিজের করে নিলেন ইমন। বাংলাদেশের ২৭ রানের জয়ে তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাই আমার কাছে এটা বিশেষ।’
ইমন শারজায় গত রাতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন। ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন দুর্দান্ত এক চারে। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে ইমনের সঙ্গে অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটেছে। ৮৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে প্রায় চলেই যান। তবে আম্পায়ার নো বল ডেকে আবার ফিরিয়ে আনেন ইমনকে। সুযোগটা কাজে লাগিয়ে ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি।
কীভাবে বিধ্বংসী ইনিংস খেলেছেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলাসা করেন ইমন। ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘উইকেটটা মূল্যায়ন করছিলাম ঠিকমতো। আমার প্রক্রিয়া, পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি এবং এভাবেই এগিয়েছি।’ ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ইমনের ব্যাটিংটা দেখতে সত্যিই দারুণ লেগেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তামিম করেন ২০১৬ সালে ধর্মশালায়। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে। তামিমের তখন বয়স ছিল ২৭ বছর। আর গত রাতে শারজায় ইমন ২২ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। বিধ্বংসী সেঞ্চুরি করার পথে ছক্কায় ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।
ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করেন আর্লিং হালান্ড। ওয়েম্বলিতে গতকাল এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের চেষ্টা করেন হালান্ড। তবে ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের নৈপুণ্যে হালান্ডের গোলটা হয়নি।
৮ মিনিট আগেশারজায় গত রাতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। অনবদ্য এই সেঞ্চুরির পর তামিম ইকবালের কথা মনে পড়েছে ইমনের।
১ ঘণ্টা আগেনিজেদের মাঠে টুর্নামেন্ট। দাপট থাকাটাই স্বাভাবিক। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সমানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছে! শিরোপা উঁচিয়ে ধরার পথে তাদের বাধা এখন বাংলাদেশ। ভারত কেমন দল সেটা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের ভালোভাবেই জানা। তাই বলে বাংলাদেশের যুবারা ভয় পাচ্ছে তা কিন্তু নয়...
২ ঘণ্টা আগেশারজায় গত রাতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসের সময় জানা গেল, নাজমুল হোসেন শান্ত একাদশে নেই। সাত মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকলেও শান্তর আর সেটা সম্ভব হয়নি। তবে একাদশে না থাকলেও বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন শান্ত।
২ ঘণ্টা আগে