Ajker Patrika

রেকর্ড গড়া এই সেঞ্চুরি দীর্ঘদিন মনে রাখবেন ইমন

ক্রীড়া ডেস্ক    
বিস্ফোরক সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। ছবি: আরব আমিরাত ক্রিকেট
বিস্ফোরক সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। ছবি: আরব আমিরাত ক্রিকেট

শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইমন গত রাতে সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও নিজের করে নিলেন ইমন। বাংলাদেশের ২৭ রানের জয়ে তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাই আমার কাছে এটা বিশেষ।’

ইমন শারজায় গত রাতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন। ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন দুর্দান্ত এক চারে। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে ইমনের সঙ্গে অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটেছে। ৮৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে প্রায় চলেই যান। তবে আম্পায়ার নো বল ডেকে আবার ফিরিয়ে আনেন ইমনকে। সুযোগটা কাজে লাগিয়ে ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি।

কীভাবে বিধ্বংসী ইনিংস খেলেছেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলাসা করেন ইমন। ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘উইকেটটা মূল্যায়ন করছিলাম ঠিকমতো। আমার প্রক্রিয়া, পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি এবং এভাবেই এগিয়েছি।’ ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ইমনের ব্যাটিংটা দেখতে সত্যিই দারুণ লেগেছে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তামিম করেন ২০১৬ সালে ধর্মশালায়। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে। তামিমের তখন বয়স ছিল ২৭ বছর। আর গত রাতে শারজায় ইমন ২২ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। বিধ্বংসী সেঞ্চুরি করার পথে ছক্কায় ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত