স্পেনের বিপক্ষে যে ‘লজ্জাজনক’ রেকর্ড
স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে।