স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে। তাতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আইল অব ম্যান।
টস হেরে গতকাল ব্যাটিং পেয়েছিল আইল অব ম্যান। ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির ৭ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি, যার মধ্যে এডওয়ার্ড ওয়াকার ছিলেন শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বারোজ। স্পেনের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন আতিফ মেহমুদ ও মোহাম্মদ কামরান। ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বলেই খেলা শেষ করে দেয় স্পেন। ২ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের ওপেনার আওয়াইজ আহমেদ। স্প্যানিশদের ১০ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন আতিফ। ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ ওভার মেডেনও দিয়েছেন এই বাঁহাতি পেসার।
আইল অব ম্যানের আগে এই লজ্জার রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল থান্ডার।
স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে। তাতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আইল অব ম্যান।
টস হেরে গতকাল ব্যাটিং পেয়েছিল আইল অব ম্যান। ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির ৭ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি, যার মধ্যে এডওয়ার্ড ওয়াকার ছিলেন শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বারোজ। স্পেনের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন আতিফ মেহমুদ ও মোহাম্মদ কামরান। ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বলেই খেলা শেষ করে দেয় স্পেন। ২ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের ওপেনার আওয়াইজ আহমেদ। স্প্যানিশদের ১০ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন আতিফ। ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ ওভার মেডেনও দিয়েছেন এই বাঁহাতি পেসার।
আইল অব ম্যানের আগে এই লজ্জার রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল থান্ডার।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৫ ঘণ্টা আগে