নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে