বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।
এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।
এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে