Ajker Patrika

বাবরের ওপর কেন ক্ষিপ্ত আমির 

বাবরের ওপর কেন ক্ষিপ্ত আমির 

হতাশায় মেজাজ হারানো মোহাম্মদ আমিরের কাছে নতুন কিছু নয়। মাঠে প্রায়ই নিজের রাগ তৎক্ষণাৎ ঝেরে ফেলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। এবার বাবর আজমের ওপর ক্ষেপেছেন আমির।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের মুখোমুখি হয় পেশোয়ার জালমি। বাবর খেলছেন পেশোয়ারের হয়ে আর আমির খেলছেন করাচির হয়ে। পেশোয়ারের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে আমিরকে ফ্লিক করে শর্ট ফাইন লেগ দিয়ে চার মারেন বাবর। ঠিক তার পরের বল ডিফেন্স করেন বাবর। আমির ক্ষুব্ধ হয়ে বল ছুঁড়ে মারেন বাবরের দিকে।

প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৯৯ রান করেছিল পেশোয়ার জালমি। ২০০ এর লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৯৭ রানেই থেমে যায় করাচি। নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন বাবর আজম। ৪৬ বলে ৬৮ রান করেছেন বাবর। তবে বোলার আমিরের জন্য দিনটা হতাশার। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত