শুটিংয়ে ফিরছে পশ্চিমবঙ্গ
দীর্ঘ এক মাস পর আজ শুটিং শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সিরিয়াল ও সিনেমা ইন্ডাস্ট্রিতে। অনুমতি পেয়ে স্বস্তিতে সেখানকার কলাকুশলীরাও। এমনিতেই লকডাউনে বাড়ি থেকে শুটিং করা নিয়ে প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব চরমে উঠেছিল। তবে সেসব ভুলে অভিনয়শিল্পী, কলাকুশলী, পরিচালকেরা আবার সেটমুখী হবেন।