Ajker Patrika

করোনা আক্রান্ত রাণী রাসমণি, বদলে যাবে সিরিয়ালের গল্প?

করোনা আক্রান্ত রাণী রাসমণি, বদলে যাবে সিরিয়ালের গল্প?

ঢাকা: টলিউডে করোনা সংক্রমণের ধারা অব্যাহত। এবার করোনা আক্রান্ত হলেন টিভি ধারাবাহিকের রাণী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুটিংয়ে আপাতত বিরতি নিয়েছেন। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

তবে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। এ চ্যানেলে প্রচারিত ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রায়।

দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রামগত দুতিন দিন ধরে জ্বর, গা ব্যথা ও কাশিতে ভুগছিলেন দিতিপ্রিয়া। কোনোকিছুর স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না। পরীক্ষা করার পর ফলাফল পজিটিভ আসে। এর আগে দিতিপ্রিয়ার বাবা অসুস্থ হয়েছিলেন। কিন্তু বাবার কোনো লক্ষ্মণ না থাকায় পরিবারের লোকেরা কিছুই বুঝতে পারেননি।

আপাতত বড় কোনো শারীরিক সমস্যা না থাকলেও ভীষণ দুর্বল হয়ে পড়েছেন দিতিপ্রিয়া। তাঁর অনুপস্থিতিতে মেগা ধারাবাহিকের শুটিং যে ধাক্কা খাবে তা বলাই বাহুল্য। ধারাবাহিকের মুখ্য চরিত্র হওয়ায় প্রায় প্রতি পর্বেই দেখা যায় দিতিপ্রিয়াকে।

দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রামএ সংকটে ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রযোজক-পরিচালক কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, দিতিপ্রিয়া সুস্থ না হওয়া পর্যন্ত ধারাবাহিকের গল্প বদলে যেতে পারে।

দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রামসম্প্রতি কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, নন্দিনী পাল সহ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে সংকটজনক অবস্থায় আছেন অভিনেত্রী অনামিকা সাহা। করোনায় প্রয়াত হয়েছেন সাহিত্যিক অনীশ দেব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত