কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
কলকাতার আলোচিত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয়ও করেছেন এর আগে। তবে এবার শ্রীজাত নিজেই দাঁড়াচ্ছেন ক্যামেরার পেছনে। ছবি বানাবেন তিনি। নাম ‘মানবজমিন’। যদিও এ নামে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে, তবে ওই উপন্যাসের সঙ্গে তাঁর ছবির কোনো মিল নেই বলে জানিয়েছেন শ্রীজাত।
আগেই খবর এসেছিল- শ্রীজাতর ছবিতে অভিনয় করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার এল নতুন খবর। ‘মানবজমিন’ ছবিতে গান গাইবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। পরিচালক শ্রীজাত জানিয়েছেন, অরিজিতকে মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ পেয়ে ফোন করেছিলেন শ্রীজাতকে। তাঁর কথায়, ‘আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে। সে পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল- গাইব তো অবশ্যই। আমাকে ভালো গান দেবে তো?’
অরিজিৎ সিংয়ের জন্য ভালো গানই ভেবে রেখেছেন পরিচালক শ্রীজাত ও সুরকার জয় সরকার। শ্রীজাত বলেছেন, ‘এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি।’
শ্রীজাত ছবি বানাচ্ছেন শুনে খুশি হয়েছেন শ্রেয়া ঘোষালও। এর আগে এই গায়িকা শ্রীজাতর কথায় গেয়েছেন। এবার তো শুধু কথায় নয়, তাঁর ছবিতেও। তাই শ্রেয়ার খুশি আরও কয়েকগুণ। ‘মানবজমিন’-এ গাইতে রাজি হয়েছেন তিনিও।
শ্রীজাত বলছেন, ‘একজন সদ্য তাঁর মাকে হারিয়েছে। আরেকজন মা হয়েছেন সম্প্রতি। নিবিড়তম ব্যক্তিগত শোক ও আনন্দের এই আবহেও তারা বন্ধুত্বের দাবিকে অবহেলা করেনি। ভালোবাসার ডাককে ফিরিয়ে দেয়নি।’
ছবির গল্পে নির্ভেজাল প্রেম ও রসিকতা পছন্দ বাঙালি দর্শকের। তবে রহস্য-রোমাঞ্চ গল্পের ভিড়ে তা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেই হালকা মেজাজের গল্পই ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এক্ষেত্রে তাঁর আদর্শ তপন সিনহার ছবি। তেমন ছবিই দর্শকদের জন্য তৈরি করতে চান শ্রীজাত।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৬ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৭ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৮ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৮ ঘণ্টা আগে