জো বাইডেনের বাড়িতে মিলল আরও ৬ গোপন নথি
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেন, নতুন করে যেসব নথি উদ্ধার করা হয়েছে তার মধ্যে ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত জো বাইডেন যখন ডেলাওয়ারের সিনেটর ছিলেন, সে সময়কার কিছু নথি রয়েছে। এ ছাড়া যখন তিনি ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনকার কিছু নথি রয়েছে। এর মধ্যে কিছু বাইডেন নিজ হাতে লিখেছিলেন।